17th February, 2025
BY- Aajtak Bangla
চুলের সমস্যায় নাজেহাল থাকেন অনেকে। চুল পড়া, পাকা চুলের সমস্যা, রুক্ষ চুলের সমস্যা সহ একাধিক সমস্যা থেকেই থাকে।
আর এইসবের মধ্যে সাদা চুলের সমস্যায় অনেকেই ভোগে। বিশেষ করে কম বয়সে পাকা চুলের সমস্যায় ভোগেন অনেকে।
আর পাকা চুলকে কালো করার চক্করে অনেকেই রং-কলপ ব্যবহার করে থাকেন। কিন্তু তার স্থায়ীত্ব অল্প সময়ের।
তাই পাকাপাকি কালো চুল পাওয়ার জন্য ঘরে তৈরি করে নিন এই বিশেষ তেল।
কারি পাতায় প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, খনিজ এবং অ্যামিনো অ্যাসিড থাকে। এই উপাদানগুলি চুলের স্বাস্থ্যের জন্য উপকারী।
কারি পাতা চুলের যত্নে ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হয়, চুল পড়া কমে, খুশকি দূর হয় এবং চুলের অকালপক্কতা কমে।
খুব সহজেই কারিপাতা দিয়ে এই তেল বানিয়ে রাখতে পারেন ঘরে।
২০ থেকে ২৫টি কারিপাতা ও নারকেল তেল নিন। তেলে কারিপাতা দিয়ে ভাল করে ফুটিয়ে নিন।
তেল কালো না হওয়া পর্যন্ত ফোটাবেন। এবার তেলটি নামিয়ে নিন। ঠান্ডা হওয়ার পর কাঁচের জারে রাখুন।
এই তেল সপ্তাহে দুদিন চুলে মাখলেই পাকা চুল কালো হয়ে যাবে।