8 November, 2024
BY- Aajtak Bangla
পাকা চুল কালো করতে খুবই কার্যকরী জবা ফুল।
জবা ফুল চুলের জন্যও উপকারী। শুধু সাদা চুলই কালো নয়, চুল লম্বা করতেও জবা ফুল কার্যকর।
এই ফুলে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যামিনো অ্যাসিড, ফাইবার এবং অ্যান্টি-অক্সিডেন্ট আছে।
চুলের বৃদ্ধি, পাকা চুল কালো ও খুশকি দূর তকরে জবা ফুল। কীভাবে লাগাবেন?
প্রথমে এক বাটি নারকেল তেল গরম করুন।
এই তেলে জবা ফুল ও কারি পাতা দিন। তেলে সেদ্ধ হলে আঁচ বন্ধ করে দিন।
এই মিশ্রণটি মিক্সারে রেখে পিষে নিন। পেস্টটি আধ ঘণ্টা মাথায় লাগান। তারপর ধুয়ে ফেলুন।
সপ্তাহে ২ থেকে ৩ বার এই পেস্টটি লাগান।
পেঁয়াজ পিষে রস বের করুন। জবা ফুল জলে দিয়ে পিষে নিন। পেঁয়াজের রসের সঙ্গে মেশান।
১৫ মিনিটের জন্য রস চুলে রাখুন। ধুয়ে ফেলুন। এই পেস্টে বাড়বে চুল। লম্বা ও ঘন হবে।