BY- Aajtak Bangla
3rd Septeember, 2024
পাতলা চুল ঘন করার জন্যে প্রত্যেকেই নানারকম চেষ্টা চালান। কেউ দামি দামি হেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন তো কেউ আবার ভরসা রাখেন ঘরোয়া টোটকায়।
কিন্তু সব উপাদান তো আর সবার চুলের জন্যে উপযুক্ত নয়, তাই আখেরে ফল হয় সেই শূন্য! আর চুলও পাতলা হতে থাকে।
হাতের কাছেই এমন কিছু ভেষজ উপাদানের সন্ধান মেলে, যেগুলি চুলের হাল ফেরাতে কিংবদন্তী। অথচ আমরা সেগুলির ব্যবহারও জানি না।
এই তালিকায় প্রথম সারিতে রয়েছে কেশুতি পাতা। আগাছায় বড় হলেও চুলের হাল ফেরাতে এই পাতার জুড়ি মেলাভার।
আয়ুর্বেদ শাস্ত্রেও চুলের যত্নে কেশুতি পাতা বা ভৃঙ্গরাজের উল্লেখ রয়েছে। ।
এই পাতা দিয়ে হেয়ার মাস্ক বানিয়েও চুলে লাগালেও উপকার পাবেন হাতেনাতে।
পাতলা চুল ঘন করতে এই পাতার গুণাগুণ অপরিসীম। আসলে কেশুতি পাতার রস আপনার স্ক্যাল্পের অন্দরে হেয়ার ফলিকলগুলিকে সক্রিয় করে। বাড়ায় রক্ত সঞ্চালনও। স্বাভাবিকভাবেই চুলের বৃদ্ধিও হয় দেখার মতো।
এই পাতা তুলে আনার পরে ভালো করে ধুয়ে নিন। পাতাগুলি ছাড়িয়ে আলাদা করে রাখুন।
তারপর পাতাগুলি ভালো করে বেটে একটি পেস্ট বানিয়ে নিন। সেই পেস্ট আপনি সরাসরি স্ক্যাল্পে লাগাতে পারেন।
নাহলে এই পেস্ট একটি সাদা সুতির কাপড়ে ছেঁকে রস বের করে নিন। এই রসও স্ক্যাল্পে মালিশ করলে উপকার পাবেন।