28 AUG, 2023

BY- Aajtak Bangla

পুজোর আগে ব্রন নিয়ে চিন্তা? রইল ঘরোয়া সমাধান

পুজো আসছে। মুখে ব্রণ দাগছোপ থাকলে লজ্জায় পড়তে হতে পারে। পুজোর সময় সকলেই চান তাদের সুন্দর দেখাক।

তবে মুখে দাগ বা ব্রণ থাকলে সৌন্দর্য একেবারেই নষ্ট হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন কিউই।

কিউইয়ের মধ্যে ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন কে রয়েছে। এই ফল আপনাকে দিতে পারে স্বাস্থ্যকর ত্বক।

ত্বককে হাইড্রেটেড ও ময়েশ্চারাইজড করতে সাহায্য করে কিউই। ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে কিউই।

এই ফল দিয়ে বানিয়ে ফেলতে পারেন দারুণ ফেসপ্যাক। চার ধরনের ফেসপ্যাক তৈরি করে ব্রণর সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

পাকা কিউই স্ম্যাশ করে নিন। মেশান ১ চামচ টক দই এবার এই মিশ্রণটি ভাল করে মুখে ও ঘাড়ে লাগিয়ে ১৫-২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।

এই ফেসপ্যাক ত্বক থেকে ট্যান তুলতে দারুণ উপযোগী। পাশাপাশি ব্রণর সমস্যা কমিয়ে দেয় কিউই ও দইয়ের ফেসপ্যাক।

ত্বক থেকে মৃত কোষ তুলতে কিউই ও ওটমিলের ফেসপ্যাক ব্যবহার করুন। এই ফেসপ্যাক মুখে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তারপর হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। 

ত্বকের আর্দ্রতা বজায় রাখতে জুড়ি মেলা ভার কিউই ও শসার। তাই এই দুই উপাদান একসঙ্গে বেটে মুখে লাগিয়ে নিন। প্রায় ৩০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।

এই ফেসপ্যাক আপনার ত্বককে হাইড্রেটেড রাখবে। পাশাপাশি কুলিং এফেক্ট প্রদান করে এই ফেসপ্যাক।