BY- Aajtak Bangla

বাসি ভাত মুখে লাগালেই টানটান চামড়া, কীভাবে মাখবেন

9 July  2025

ত্বকের যত্ন নিতে কেউ নিয়মিত পার্লারে যান। আবার অনেকে নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন।

ত্বক

বিশেষজ্ঞদের মতে, ত্বকের যত্ন নিতে ব্যবহার করুন বাসি ভাত। কীভাবে?

বাসি ভাত 

বাসি ভাত মুখে লাগালে ত্বক চকচক করে।

চকচক

বাসি ভাত মুখে লাগালে ত্বক কোমল হয়।  বাসি ভাত লাগালে চামড়া টানটান হয়।

টানটান

বাসি ভাত চটকে মুখে লাগালে ব্ল্যাকহেডসের সমস্যা দূর হয়।

ব্ল্যাকহেডস

বাসি ভাত মুখে নিয়মিত লাগালে কোরিয়ানদের মতো ঝকঝকে স্কিন হয়।

ঝকঝকে স্কিন

বাসি ভাত ব্লেন্ড করে তাতে লেবুর রস ও অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে লাগান। এতে ত্বকের জেল্লা বাড়বে।

জেল্লা