18 MAY 2025

BY- Aajtak Bangla

আমেই উঠবে ট্যান, খেয়ে নয়, এই উপায়ে ত্বকের জেল্লা ফেরাবে সুস্বাদু ফল

আম খেতে যেমন ভাল, তেমনই ত্বকের জন্যও তা উপকারী। তাই খেয়ে নয়, এই ভাবে ব্যবহার করুন গ্রীষ্মের ফল। 

বিউটিশিয়ানরা প্রায়শই বলে থাকেন, গ্রীষ্মে রোদে ক্ষতি হওয়া ত্বকের পুরনো চেহারা ফেরাতে পারে আম। 

বিভিন্ন সমস্যার প্রতিকার লুকিয়ে আছে গরমের সুস্বাদু ফল আমে।

আমে রয়েছে ভিটামিন এ, সি, ই এবং কে।  যা ত্বকের পুষ্টি জোগায় এবং জেল্লা ফেরায়। 

আমে থাকা অ্যান্টিঅক্সিড্যান্টস ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।

আমে থাকা জোরালো এনজাইম ত্বককে মৃত কোষ মুক্ত করতে পারে।

আমে থাকা ভিটামিন এ ত্বকের কোলাজেন উৎপাদনে সহায়তা করে

আমে রয়েছে এমন কিছু অ্যান্টিঅক্সিড্যান্টস রয়েছে যা সূর্যের তাপ থেকে হওয়া ত্বকের অক্সিডেশন প্রতিরোধ করে।

সানস্ক্রিনের কাজ না করলেও সূর্যের তাপ থেকে হওয়া ক্ষতি মেরামত করতে সাহায্য করে আম। 

১ চা চামচ বেসন দিয়ে আমের শাঁস মেখে নিতে হবে। দিতে হবে ১ চা চামচ মূলতানি মাটি। তার মধ্যে হাফ চামচ মধু মিশিয়ে দিতে হবে। 

একটি মিশ্রণ বানিয়ে হাতে, মুখে, গলায়, ঘাড়ে মাখুন। ১৫ মিনিট পরে ঈষদোষ্ণ জলে ধুয়ে ফেলুন।