24 January 2025

BY- Aajtak Bangla

ফেটে পড়বে যৌবন, লাগান শুধু গাঁদা ফুল, কীভাবে? জেনে রাখুন

শীতকালে বাজার ছেয়ে যায় গাঁদা ফুলে।  

পুজোয় লাগে গাঁদা ফুল। তাই এই ফুলের চাহিদা থাকে। 

অনেকে ঘরের টবেও গাঁদা ফুল লাগান।

গাঁদা ফুল মুখে লাগালে ত্বকের জেল্লা বাড়বে। 

গাঁদা ফুল দিয়ে ঘরে বানান ফেসপ্যাক। জেনে নিন...

গাঁদা ফুলের পাঁপড়ির রস নিন। তাতে মধু এবং দুধের সর মেশান। এটা মুখে লাগালে উপকৃত হবেন। 

গাঁদা ফুলের পাঁপড়ি পেস্ট করে নিন। তাতে টকদই মেশান। মুখে লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতেও লাভবান হবেন।