BY- Aajtak Bangla
17 August 2024
সর্ষের তেল প্রায় সকলের বাড়িতেই থাকে। এই তেল ছাড়া রান্না কার্যত অসম্ভব।
সর্ষের তেলের ঝাঁজে রান্নার স্বাদ বেড়ে যায়। পাশাপাশি, আমাদের দৈনন্দিন জীবনে নানা কাজে লাগে এই তেল।
সর্ষের তেল দিয়ে নানা টোটকা রয়েছে, যা মেনে চললে জীবন বদলে যাবে।
প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে খাঁটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন। এতে শনির রাগ অনেকটাই কমবে। তুষ্ট হবেন শনিদেব। ।
মিষ্টি রুটিতে সর্ষের তেল মাখিয়ে তা কালো কুকুরকে খাওয়ালে শনির কুদৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। . .
প্রতি শনিবার লোহার বাটিতে ভর্তি করে নিন সর্ষের তেল। তারপরে এটি ঘরের কোনও অন্ধকার স্থানে রেখে দিন। এতে তামার কয়েন দিন। এই কাজ করলে শনির শুভ প্রভাব পড়বে। . .
প্রতি শনিবার সূর্যোদয়ের আগে সর্ষের তেলের প্রদীপ অশ্বত্থ গাছের গোড়ায় জ্বালান। এতে লাভবান হবেন।
সর্ষের তেল শনিদবের প্রিয়। তাই তাঁকে সর্ষের তেল নিবেদন করলে শুভ ফল পাওয়া যায়।