BY- Aajtak Bangla
8th May, 2024
এখন অল্প বয়সেই পাকা চুলের সমস্যায় ভোগেন অনেকে। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই কলপ-রং এইসব করেন।
তবে স্থায়ীভাবে সমস্যার সমাধান কিছুতেই হয় না। তারওপর আবার এইসব কলপ ও রং-এ অতিরিক্ত কেমিক্যাল চুবের বারোটা বাজায়।
প্রাকৃতিক উপায় অবলম্বন করেও সাদা চুল কমাতে পারেন। আর এর জন্য রান্নাঘরে থাকা সর্ষের তেল অনবদ্য।
সর্ষের তেলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে তা চুলে লাগান। প্রায় ৩০ মিনিট পর হালকা শ্যাম্প দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকের ফলে চুল কালো হতে শুরু করবে।
সর্ষের তেলে লেবুর রস, মেথি গুঁড়ো দিন। এই মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিন। এবার এই প্যাকটি চুলে লাগান। প্রায় ৩০ মিনিট পরে ধুয়ে ফেলুন। ।
এই হেয়ার মাস্ক তৈরি করতে সর্ষের তেলে দই যোগ করুন । এই মিশ্রণটি ভালো করে ফেটিয়ে নিন। এবার এই প্যাকটি মাথার ত্বকে লাগান। প্রায় ৩০-৪০ মিনিট পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
প্রথমে একটি পাত্রে পাকা কলা ম্যাশ করুন ৷ এবার তাতে সর্ষের তেল দিন। এই পেস্টটি মাথার ত্বকে লাগান, প্রায় ৩০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন।
ঘরোয়া এই প্যাকগুলি ব্যবহার করলে অচিরেই পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পাবেন।