16 July 2024
BY- Aajtak Bangla
তবে অনেকেই মুখের ব্রণ, দাগ ইত্যাদি নিয়ে খুবই চিন্তিত থাকেন। অনেকে আবার এর জন্য ওষুধও খান, কিন্তু ওষুধের বদলে আছে অন্য উপায়।
মুখের ব্রণ বা দাগের জন্য আপনিও যদি জেরবার হয়ে যান, তাহলে ব্যবহার করতে পারেন ভেণ্ডি বা ঢ্যাঁড়শ। এর গুণেই উজ্জ্বল হবে আপনার ত্বক।
ঢ্যাঁড়শের একটি ফেসপ্যাক বানাতে হবে আপনাকে। ১০-১২টি ঢ্যাঁড়শ শুকিয়ে নিয়ে তা মিক্সারে পিষে ঘন পেস্ট বানিয়ে নিতে হবে।
এই পেস্ট মুখে ২০ মিনিটের জন্য লাগিয়ে ধুয়ে ফেলতে হবে। তবে কিছুটা শুকিয়ে গেলে তারপরেই তা ধুয়ে ফেলতে হবে।
আবার একইভাবে ঢ্যাঁড়শের রস বের করে তা স্প্রে বোতলে ভরে মুখে স্প্রে করতে পারেন। এতেও মিলবে উপকার।
ঢ্যাঁড়শের পেস্টের সঙ্গে নারকেল তেল মিশিয়ে তা দিয়েও আপনি মুখে লাগাতে পারেন, এতেও বাড়তে পারে ঔজ্জ্বল্য।
তবে ঢ্যাঁড়শের ব্যবহারে ত্বকের বলিরেখা দূর হয়ে যায়। এ থেকে অ্যালার্জিও হতে পারে, তাই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেওয়া দরকার।
তাহলে আর দেরি কিসের, এক্ষুণি বাজারে যান, আর নিয়ে আসুন ঢ্যাঁড়শ।