26 May, 2024
BY- Aajtak Bangla
জামাকাপড় ইস্ত্রি করা সে এক সময়সাপেক্ষ ও ঝক্কির কাজ।ইলেকট্রিকের খরচ লাগে,যারা ব্য়াচেলার তাদের জামাকাপড় ইস্ত্রি করা দুষ্কর হয়ে পড়ে।
অনেকে তোশকের নীচে রেখে দেন ঠিকই, কিন্তু এর চেয়েও জবরদস্ত ট্রিকস রয়েছে। যা জামাকাপড় ইস্ত্রিতে খুব কাজে আসবে।
প্রথমত, যে জামা পরবেন গোটা জামায় অল্প অল্প ঠান্ডা বরফ জল ছিটিয়ে কড়া রোদে মেলে দিন। এতে জামা টানটান দয়ে যাবে।
ঘণ্টাখানেক রোদ খাওয়ানোর পর জামা এতটাই কড়কড়ে হবে যে আর ইস্ত্রি করতে হবে না।
দ্বিতীয়ত, বাড়িতে যদি প্রেশার কুকার থাকে তাহলে ধুয়ে রাখা পরিষ্কার কুকার গ্যাসের আঁচে গরম করে নিন।
পরিষ্কার জায়গায় রেখে কুকারের তলা দিয়ে ইস্ত্রি করে নিন। জামাকাপড় টানটান হবে।
তৃতীয়ত, চা ছাঁকনি থাকলেও জামাকাপড় আয়রন করা খুব সহজ।
দোকান থেকে খাওয়ার সোডা কিনে আনুন। এরপর তা একটি ছাঁকনি দিয়ে বেকিং সোডা নিন। এবার জামা উল্টো করে নিয়ে পুরো জামায় ছড়িয়ে নিন।
তারপর জামা উল্টো অবস্থাতেই রোদে মেলে দিন। জামায় ঘামের গন্ধ তো দূর হবেই, আয়রনের মতো টানটান হয়ে যাবে।