BY- Aajtak Bangla
31th December, 2024
শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল দাঁত। কিন্তু অনেক সময়ই দাঁতের সঠিক যত্ন না নিলে তা হলদে হয়ে যায়।
আবার ভালভাবে দাঁত না মাজলে দাঁত থেকে দুর্গন্ধ বের হয়। তাই দাঁতের যত্ন নেওয়া খুবই জরুরি।
তবে সবচেয়ে বেশি সমস্যা হয় হলদেটে দাঁত নিয়ে। হাসলেই বেরিয়ে পড়ে হলুদ দাঁত। আর সেটা নিয়ে যদি কেউ কিছু বলে তাহলে তো লজ্জার শেষ নেই।
হলদে দাঁত ও মুখে দুর্গন্ধ এই দুই সমস্যা আপনাকে জেরবার করে দেবে।
দাঁত সাদা ধবধবে করতে হলে বাড়ির ঘরোয়া টোটকাই ভরসা। দাঁত সাদা ধবধবে হয়ে গেলে খোলা মনে দাঁত বের করে হাসতে পারবেন।
সমস্যার সমাধান করবে হেঁশেলের দুই মিরাকেল জিনিস।
সাদা দাঁত পেতে অনেকেই নুনের সঙ্গে সর্ষের তেল মিশিয়ে মাজেন। তাতেই দাঁত হবে মুক্তোর মতো সাদা।
হাফ চামচ সর্ষের তেলে এক চিমটি নুন মেশাতে পারেন। আঙুল দিয়ে এরপর এই মিশ্রণ দাঁতে ২০-৩০ সেকেন্ড ঘষতে থাকুন।
দাঁতে থাকা হলদে আস্তরণ সরিয়ে দেবে এই মিশ্রণ। এরপর জল দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন।
শেষে টুথপেস্ট দিয়ে দাঁত মেজে নিন। এটা নিয়মিত করলে দাঁত সাদা হয়ে যাবে।