BY- Aajtak Bangla

১ চিমটে নুন দিয়ে ঘরের এসব কাজ করলে খাটনি কমে

27 June, 2025

নুন ছাড়া রান্না হবেই না। রান্নায় স্বাদ ঠিকমতো করতে নুন লাগেই।

নুন

তবে শুধু রান্না নয়, নুন দিয়ে ঘরের নানা কাজ করা যায়। এতে খাটনিও কমে যায়।

ঘরের কাজ

অ্যালুমিনিয়াম বা লোহার কড়াইয়ে তেল চিটে দাগ হলে নুন ছড়িয়ে ঘষে নিলে নিমেষে সাফ হয়।

কড়াই

ঘর মোছার জলে নুন দিলে জীবাণু সাফ হয়।

ঘর পরিষ্কার

ফ্রিজ সাফ করার জন্য নুন আর লেবুর রস কাজে লাগে। ফ্রিজে নুন ও লেবুর রস রেখে দিলে দুর্গন্ধ দূর হয়।

ফ্রিজ

রান্নাঘরের ন্যাতা পরিষ্কার করার জন্য গরম জলে এক চিমটে নুন দিয়ে ভিজিয়ে রাখলে সাফ হয়। বিশ্রী গন্ধ দূর হয়।  

ন্যাতা

লেবুর রস ও নুন মিশিয়ে সবজি কাটার বোর্ড ঘষলে ঝকঝকে হবে।

নুন-লেবু

জলে নুন মিশিয়ে কাটা ফল রাখলে কালো হবে না।

কাটা ফল