19 June, 2024
BY- Aajtak Bangla
এখন চুল পড়া সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ দূষণ আর উল্টোপাল্টা খাওয়া।
আয়ুর্বেদিক উপায়েই চুল পড়া ঠেকাতে পারেন। কীভাবে শিকাকাইয়ের তেল ও শ্যাম্পু বানাবেন
প্রথমে শিকাকাই পাউডার নিন। পাউডার না থাকলে টক দইয়ে শিকাকাই মিশিয়ে রাখুন।
এতে সমপরিমাণ আমলার গুঁড়ো বা রস মেশান। সব উপাদান ভালো করে মিক্স করে নিন।
ঘণ্টাখানেক রেখে চুলে লাগান। আধ ঘণ্টা চুলে রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
শিকাকাই তেলও তৈরি করতে পারেন। নারকেল তেলে শিকাকাই মেশান। আঁচে গরম করে নিন।
এই তেলে কিছু কারি পাতা এবং মেথির বীজ যোগ করুন। পেঁয়াজ কেটে মিশিয়ে নিন। সবকিছু ভালোভাবে গরম করে তেল ছেঁকে নিন।
তেল ঠান্ডা হয়ে গেলে তা দিয়ে চুলে ম্যাসাজ করুন। সপ্তাহে অন্তত দুবার করে এক মাস করুন। চুলের গোড়া শক্ত হবে।
শিকাকাইয়ে এমন কিছু পুষ্টি উপাদান রয়েছে যা চুল পড়া রোধ করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট চুলের ছিদ্র খুলে দেয়। এর মধ্যে খনিজের সঞ্চালন বাড়ায়।
শিকাকাইয়ে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভোনয়েড। যা ত্বরান্বিত করে চুলের বৃদ্ধি। চুল পড়া নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি অ্যান্টিব্যাকটেরিয়াল গুণে সমৃদ্ধ।