BY- Aajtak Bangla

পা ফাটা সারবে এক নিমেষে, শুধু লাগবে সস্তার এই শাক

9 January 2025

শীতে অনেকেই পা ফাটার সমস্যায় ভোগেন। পা ফেটে চৌচির হয়ে যায়।

পা ফাটা ঠেকাতে অনেকে নানা ধরনের ক্রিম ব্যবহার করেন। কিন্তু সেভাবে ফল পাওয়া যায় না।

পা ফাটা রোধ করতে খুবই কার্যকরী পালং শাক।

তবে শাক খেলেই পা ফাটা রোধ হবে না। পায়ের ফাটা অংশে লাগাতে হবে।

পালং শাক শুয়ে পেস্ট বানাতে হবে। তারপরে তা আলতো করে ফাটা পায়ের জায়গায় লাগান। . .

এরপরে ১০-১৫ মিনিট রেখে দিতে হবে। তারপরে ধীরে ধীরে পরিষ্কার করতে হবে।  . .

তারপরে ফাটা জায়গায় দিন নারকেল তেল। হাল্কা করে মাসাজ করতে হবে।

এভাবে পালং শাক লাগালেই পা ফাটার সমস্যা কমবে।