5 December, 2023

BY- Aajtak Bangla

শীতে ১৫ দিনে হেব্বি ফুল হবে গাছে, টবে  দিন এই সস্তার  ম্যাজিক জল

শীতে অনেকেই আক্ষেপ করেন যে গাছে ফুল ফোটে না। 

রাসায়নিক দিয়ে ফুল ফোটাতে চান। তাতে আরও ফুল ফোটে না।

গাছে ফুল ফোটান প্রাকৃতিকভাবেই। কয়েকটি জিনিস দিয়ে তৈরি করুন ম্যাজিক ওয়াটার। 

বাড়িতে সার তৈরি করতে খরচও কম। কয়েক টুকরো আলু, কলা, ভিনেগার ও নুন নিন।

একটি পাত্রে কাটা আলু, আস্ত কলা, ১ চামচ ভিনেগার ও ১ চা চামচ নুন নিন। ৫০০ মিলি জল দিন।

২-৩ দিন ছায়ায় রাখুন। পরে আরও ৫০০ মিলি জল দিন।  

এই জল সপ্তাহে একবার গাছে গোড়ায় দিন। ফুলে ভরে উঠবে গাছ।

গাছে ফুল হলে তা পোকামাকড় থেকে রক্ষাও করতে হয়। সেজন্য এই জলে নিমপাতাও মেশাতে পারেন। 

ফুলের গাছ রোপণের আগেও সার তৈরি করতে পারেন। 

মাটি তৈরির সময় একটা কাটা আলু ও কাটা কলা দিয়ে দিন। বা কলা চিড়েই চারা মাটিতে রোপণ করুন।