20 AUGUST 2024

BY- Aajtak Bangla

মেকআপ ছাড়াই চকচক করবে ত্বক, কামাল দেখাবে মা-দিদিমাদের টোটকা

রোজকার ব্যস্ততার মধ্যে ত্বকের যত্ন নেওয়ার সময় হয় না অনেকেরই। অযত্নে ব্রণ, ব্ল্যাকহেডস এবং হাইপারপিগমেন্টেশনের সমস্যা বাড়বেই।

দুর্গাপুজোর আর বেশিদিন বাকি নেই। তাই পুজোর চারদিন সকলের ক্রাস হতে চাইলে এখন থেকেই ত্বকের হাল ফেরাতে হবে।

ত্বকের জেল্লা বাড়াতে পার্লারে গিয়ে ভিড় বাড়ান অনেকেই। নানা পার্লার ট্রিটমেন্টে ত্বকের ভোল বদলে যায় ঠিকই। তবে এসব ট্রিটমেন্ট বেশ খরচসাপেক্ষ।

কর্মব্যস্ত মহিলারা হিরের মতো ঝলমলে ত্বক পান ঘরে বসেই। এর জন্য ঘরে থাকা কিছু সামান্য উপকরণই যথেষ্ট।

এই ফেসমাস্ক বানানোর জন্য লাগবে মসুর ডাল। সঙ্গে চিয়া সিড, চাল, আটা এবং আমন্ড অয়েল।

একটি ছোট বাটিতে জল নিয়ে, তাতে ১ চা চামচ মসুর ডাল, চাল ও চিয়া সিড ভিজিয়ে রাখুন ২৪ ঘণ্টার জন্য।

তারপর এই তিন উপাদান মিক্সারে ভালো করে ব্লেন্ড করে নিন। মিহি পেস্ট হয়ে গেলে তাতে ১ চা চামচ আটা দিয়ে দিন।

এরপর কয়েক ফোঁটা আমন্ড অয়েল। তারপর সবকটি উপাদান ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আপনার ফেসপ্যাক।

ব্রাশ দিয়ে এই ফেসপ্যাক ভালোভাবে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে আসলে অল্প জল দিয়ে সার্কুলার মোশনে কিছুক্ষণ স্ক্রাব করুন।

স্ক্রাবিং হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এরপরই দেখবেন ফেটে পড়ছে ত্বকের জেল্লা। ত্বকও থাকছে হাইড্রেটেড।

এদিকে সপ্তাহে অন্তত একদিন করে এই ফেসমাস্ক লাগান। দেখবেন পুজোর আগেই ঝলমলে, জেল্লাদার ত্বক হবে আপনার।