BY- Aajtak Bangla
22 June, 2025
ত্বক ভাল রাখতে কে না চায় বলুন তো। বিশেষ করে মেয়েরা।
অকালে বুড়িয়ে গেলে তা মোটেও দেখতে ভাল লাগে না। আর ত্বকে যদি ট্যান পড়ে তা ত্বকের সার্বিক ক্ষতি করে।
ত্বক ভাল রাখতে অনেকেই দামি দামি ফেসওয়াশ ব্যবহার করেন।
তবে প্রাকৃতিক উপায়ে ত্বক ভাল রাখা যায়। শুধু ফেসওয়াশের বদলে, এই ফল দিয়ে মুখ ধুতে হবে।
আঙুর হল সেরকমই একটি ফল। যা ত্বকের আদ্রতা ধরে রাখতে সহায়তা করে।
আঙুরের রস সব ধরণের ত্বকের জন্য উপকারী। তবে পরিপূর্ণ উপকার পাওয়ার জন্য সঠিক উপায়ে আঙুরের রস ত্বকে ব্যবহার করতে হবে।
প্রথমে কয়েকটি আঙুর হাত দিয়ে আলতো করে পুরো মুখে মিনিটখানেক ঘষে নিন।
ত্বকে আঙুরের রস মেখে কিছুক্ষণ রেখে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। একেবারেই প্রাকৃতিক ফেসওয়াশের কাজ করবে এটা।
আঙুর চটকেও মুখে লাগাতে পারেন। এভাবে ১৫ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
সপ্তাহে এক দিন আঙুরের রস ব্যবহার করলে ভালো ফল পাবেন।