26 MARCH, 2025
BY- Aajtak Bangla
গরমকালে ফ্যানের হাওয়াও গরম লাগে। যেন মনে হয়, গরম বাতাস অস্বস্তি আরও বাড়াচ্ছে।
তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন মাত্র ৭০ টাকা খরচ করলেই।
এসি লাগবে না, ফ্যানের গরম হাওয়াই বেরোবে একেবারে ঠান্ডা হয়ে।
সামান্য যত্ন নিলেই আপনার সিলিং ফ্যান একেবারে নতুনের মতো চলতে পারে, বাড়তি কোনও খরচ ছাড়াই। জেনে নিন সহজ উপায়।
ফ্যান বাতাস না দিলে তার অন্যতম কারণ হতে পারে ব্লেডে জমে থাকা ধুলো।
এতে কাজ না হলে ফ্যানের গতি বাড়াতে কনডেন্সার পরিবর্তন করতে পারেন। সাধারণত কনডেন্সারের দাম ৭০-৮০ টাকার মধ্যে পড়ে।
নিজেই বদলাতে পারেন। এটি ফ্যানের মোটরের উপরে থাকে।
পুরনো কনডেন্সার খুলে নতুন কনডেন্সার লাগিয়ে ফ্যান চালিয়ে দেখুন। দেখবেন, ফ্যান সুপার স্পিডে ঘুরছে!