BY- Aajtak Bangla

শরীরের ময়লা তুলতে দামী সাবান আর নয়, মা-দিদিমার ঘরোয়া টোটকা জিন্দাবাদ

26th October, 2024

স্নান করতে যাওয়ার সময় নিশ্চয়ই সাবান অথবা শাওয়ার জেল ব্যবহার করেই থাকেন।

শরীরের ময়লা তুলতে সাবান অথবা বডি শাওয়ার ব্যবহার না করলে শান্তি পাবেন না।

তবে বিশেষজ্ঞরা বলছেন বেশি সাবান বা বডি শাওয়ার জেল ব্যবহার করলে তা ত্বকের ক্ষতি করে।

কারণ এইসব জিনিসে থাকে ক্ষতিকর কেমিক্যাল যা শরীরের জন্য একেবারেই ভাল নয়।

তবে মা-দিদিমাদের ঘরোয়া টোটকা যদি স্নানের সময় ব্যবহার করেন তাহলে আর সাবানের দরকার পড়বে না।

ছোট একটি পাত্রে বেসন, একচিমটে হলুদ, কয়েক ফোঁটা লেবুর রস এবং পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে নিলেই হবে।

এবার স্নানের আগে শরীরে এই বেসনের প্যাক মেখে আধ ঘণ্টা রেখে ধুয়ে নিন।

তিন থেকে চার চামচ বেকিং সোডা অল্প জলে গুলে একটি থকথকে মিশ্রণ বানাতে হবে। তারপর সেই মিশ্রণটির প্রলেপ দিতে হবে।

সপ্তাহে কয়েক দিনের ব্যবহারেই শরীরের ময়লা সহ উধাও হবে জেদি দাগ-ছোপ আর আপনার ত্বকও হবে চকচকে।