17 July, 2024
BY- Aajtak Bangla
বর্ষায় বাড়িতে গিজ গিজ করে মশা। এই সময় ডেঙ্গি-ম্যালেরিয়ার ভয় থাকে।
ডেঙ্গির মশা কখন কামড়িয়ে চলে যায়, কেউ টেরও পান না। যতক্ষণে টের পান, ততক্ষণে মশা তাদের শরীরে ডেঙ্গি সংক্রমিত করে চলে যায়।
তবে সব ডেঙ্গির মশা ডেঙ্গি রোগ বহন করে না। তবে মশার কামড় থেকে বাঁচতে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত।
মশা তাড়াতে নারকেল তেলের ব্যবহার সবচেয়ে সেরা। গায়ে নারকেল তেল মালিশ করলে তেল তেলে ত্বকে মশা বসতে পারে না।
চামড়ার ওপর ঘন যেকোনও ধরনের তেলই মশাকে রক্ত খেতে বাধা দেয়। তবে এ ক্ষেত্রে নারকেল তেলের সঙ্গে কীটনাশক জাতীয় কোনও দ্রব্য মিশিয়ে নিলে আরও বেশি কার্যকর হবে।
যেমন এর মধ্যে ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে লাগাতে পারেন।
ন্যাপথলিন বা কর্পূরের গুঁড়োও বেশ ভালো কীটনাশক। নারকেল তেলের সঙ্গে কর্পূরের গুঁড়ো মেশালেও মশা নিবারণে কার্যকরী।
এ ছাড়া কড়া গন্ধ থাকায় নারকেল তেলের বদলে সরষের তেলও মশা থেকে দূরে রাখতে কার্যকর হতে পারে।
মশার হাত থেকে বাঁচতে গা ঢাকা পোশাক পরুন।