05 OCTOBER, 2024
BY- Aajtak Bangla
জীবনভর কালো চুল কে না চায়। তবে আজকাল চুল পড়ে পড়ে সকলেই ন্যাড়া হয়ে যাচ্ছেন। এর কারণ পার্লারের ক্ষতিকারক কেমিক্যাল চুলে লাগানো।
কিন্তু এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়া মোটেই কঠিন নয়। মাত্র কয়েক দিনেই গজাতে পারে কালো চুল, ঢাকতে পারে টাক। তার জন্য দরকার এই চার তেল!
তবে এই তেল চুলে বা টাকে নয় মাখতে হবে নাভিতে।
নাভিতে এই ৪ তেল নিয়ম করে মালিশ করলে টাক বলে কিছু থাকবে না। মাথায় শুধুই চুলই গজাবে না, থাকবে চিরযৌবন।
ঘন কালো লম্বা চুল পেতে দিনকয়েক এই তেল লাগান, কয়েকদিনেই দেখবেন অকল্পনীয় ফল।
এর মধ্যে একটি হল নারকেল তেল, যা চুলকে নরম করে, পুষ্টি জোগায়।
সব পাকা চুলও কালো হয় নিয়ম করে এই তেল লাগালে। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে কয়েক ফোঁটা এই তেল নাভিতে ঢেলে মাসাজ করে ঘুমিয়ে পড়ুন।
এছাড়া, নাভিতে সর্ষের তেল ঢালতে পারেন। জোয়ান বয়সেও পাকা চুলের সমস্যা গায়েব হবে। সর্ষের তেলও চুলের জন্য খুব উপকারী। তবে সর্ষের তেল খাঁটি হতে হবে।
তবেই পাবেন আসল উপকার। এছাড়া, বাদাম তেল ও চন্দন তেলও নাভিতে ঢালতে পারেন। তাহলেও আশ্চর্যকর ফল দেখতে পাবেন।