12 April, 2024
BY- Aajtak Bangla
ঘর মোছার জলে এমন একটি উপাদান মেশান এতে ফিনাইল-ডিটারজেন্ট কিছুই লাগবে না।
মেঝে আয়নার মতো চকচক করবে। কোনও পোকামাকড়ও থাকবে না।
সপ্তাহে তিনদিন এই ড্রপ মেশালেই হবে। মাত্র ১ ড্রপেই এর শক্তির পরীক্ষা হবে।
কীভাবে বানাবেন এই শক্তিশালী উপাদান?
উপকরণ বেকিং সোডা ন্যাপথলিন বল কর্পূর ভিনিগার লেবুর রস বোরক্স পাউডার লবঙ্গের গুঁড়ো
প্রথমে এক বোতল জল নিন। তারপর প্রতিটি উপাদান ১ চামচ করে মিশিয়ে নিন। তারপর পুরো উপাদান গুলে জলটা একটি সুতির গামছায় ছেঁকে অন্য বোতলে ঢেলে নিন।
এটি দিন সাতেক স্টোর করতে পারেন।
এটি দিয়ে রোজ বা সপ্তাহে তিনদিন মুছলেও পিঁপড়ে-আরশোলা থাকবে না।
শুধু তাই নয়, এতে মেঝে পরিষ্কারও হবে। আয়নার মতো ঝকঝকে হবে।