14 SEPTEMBER, 2024
BY- Aajtak Bangla
আজকাল অনেক কম বয়সে চুল পাকার সমস্যায় ভুগছে যুবক যুবতীরা। যে কারণে বয়সের আগেই বুড়ো দেখাতে শুরু করছে।
কেমিক্যাল দিয়ে সাদা চুলে রঙ করার জন্য ব্যবহার করা হয়। যে কারণে বাকি কালো চুলও সাদা হতে শুরু করে।
এসব না করে সর্ষের তেল চুলের জন্য প্রাকৃতিক হেয়ার ডাই তৈরি করতে পারেন। এতে চুল কিছু দিনের মধ্যেই সম্পূর্ণ কালো হয়ে যাবে।
সর্ষের তেল চুলের জন্য খুবই উপকারী, অন্যদিকে হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে। চুলে রং করতে ৩-৪ চামচ সর্ষের তেল লাগবে। একটি লোহার কড়াই বা প্যানে তেল ঢেলে গ্যাসে গরম করে রাখুন।
এবার তেলে ২ চা চামচ হলুদ মিশিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন। খুব কম আঁচে হলুদ রান্না করতে হবে, তা না হলে এটি সামান্য পুড়ে এবং খুব গাঢ় কালো হয়ে যাবে।
এবার নাড়তে নাড়তে হলুদ ও তেলের রং ছোপের মতো কালো হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। একটি পাত্রে তেল বের করে কিছুটা ঠান্ডা হতে দিন।
এবার তেল থেকে তৈরি এই হালকা ও প্রাকৃতিক চুলের রঞ্জনে ভিটামিন ই এর ১টি ক্যাপসুল যোগ করুন। সাদা চুলে ভালো করে লাগান এবং কালো চুলেও লাগাতে পারেন।
সপ্তাহে অন্তত দু'বার এটি লাগান। কয়েকদিনের মধ্যেই চুল সম্পূর্ণ কালো হতে শুরু করবে।