BY- Aajtak Bangla
31 JULY, 2025
টাক পড়ার সমস্যায় ভুগছেন অনেকেই। টাক না থাকলেও চুল দ্রুত পড়ে যাওয়ার কারণে অনেকে হতাশাতেও ভুগছেন।
কিছুক্ষেত্রে দেখা যাচ্ছে, মাত্র ২০ থেকে ২৫ বছর বয়সে কিছু মানুষের চুল ৬০ বছরের মতো পড়ছে।
তবে যদি আপনি আপনার চুলে শুধুমাত্র একটি জিনিস লাগান, তাহলে আপনি অসাধারণ উপকার পাবেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রান্নাঘরে এই জিনিসটি সহজেই পাবেন। .
শুরু থেকেই রান্নাঘরে রাখা মেথি বীজ ব্যবহার করেন, তাহলে চুলের বৃদ্ধি খুব ভাল হবে।
আসলে, মেথিতে কিছু প্রয়োজনীয় কেরাটিন প্রোটিন থাকে। যা চুলের বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ।
কিন্তু মেথি লাগানোর একটা উপায় আছে। আপনাকে কেবল কয়েকটি মেথির বীজ নিয়ে রাতভর জলে ভিজিয়ে রাখতে হবে যাতে এটি ফুলে যায়।
সকালে, যখন এটি সম্পূর্ণ ফুলে যায়, তখন এটি একটি মিক্সারে পিষে নিন এবং এই পেস্টটি চুলের গোড়ায় লাগান।
দেখবেন চুল আগের মতো আর পড়ছে না। মাসে চার থেকে পাঁচবার এটি করলে চুল পড়া অবশ্যই বন্ধ হয়ে যাবে। দেখবেন নতুন চুলও ধীরে ধীরে গজাতে শুরু করবে।