BY- Aajtak Bangla

মুখ হবে টানটান, রোজ লাগান তুলসী পাতা, কীভাবে মাখবেন, জানুন 

12 APRIL, 2025

ত্বকের সমস্যায় অনেকেই ভোগেন। অনেকের মুখেই ব্রণ থাকে কিংবা দাগছোপ।

ত্বকের সমস্যা

মুখে ব্রণ বা দাগছোপ থাকলে সৌন্দর্য নষ্ট হয়। তাই অনেকেই মুখের ত্বক ভাল রাখার জন্য নানা রূপচর্চা করেন।

রূপচর্চা

কেউ ফেসিয়াল করান, আবার অনেকে বাজারের নানা রকম ক্রিম মাখেন। তবে তাতে খুব একটা লাভ হয় না।

ফেসিয়াল

বিশেষজ্ঞদের মতে, আমাদের ত্বকের জন্য তুলসী পাতা খুবই উপকারী।

তুলসী পাতা

মুখে তুলসী পাতা লাগালে ব্রণের সমস্যা দূর হয়। সেই সঙ্গে ত্বক ঊজ্জ্বল হয়।

ব্রণ কমে

তুলসী পাতা ধুয়ে বেটে নিতে হবে। তারপরে তাতে চন্দন, লেবুর রস, গোলাপ জল মেশান।

তুলসীর প্যাক

রোজ রাতে এই মিশ্রণ লাগালে ব্রণের সমস্যা দূর হয়।

ব্রণ ভ্যানিশ 

নিয়মিত তুলসী পাতার মিশ্রণ লাগালে দাগছোপ দূর হয়। চামড়া টানটান থাকে।

টানটান চামড়া

রোজ তুলসী পাতার বাটা মুখে লাগালে মুখ চকচক করবে।

জেল্লা বাড়বে