BY- Aajtak Bangla
21 January 2025
ত্বকের সমস্যায় অনেকেই ভোগেন। অনেকের মুখেই ব্রণ থাকে কিংবা দাগছোপ।
মুখে ব্রণ বা দাগছোপ থাকলে সৌন্দর্য নষ্ট হয়। তাই অনেকেই মুখের ত্বক ভাল রাখার জন্য নানা রূপচর্চা করেন।
কেউ ফেসিয়াল করান, আবার অনেকে বাজারের নানা রকম ক্রিম মাখেন। তবে তাতে খুব একটা লাভ হয় না।
বিশেষজ্ঞদের মতে, আমাদের ত্বকের জন্য তুলসী পাতা খুবই উপকারী।
মুখে তুলসী পাতা লাগালে ব্রণের সমস্যা দূর হয়। সেই সঙ্গে ত্বক ঊজ্জ্বল হয়। . .
তুলসী পাতা ধুয়ে বেটে নিতে হবে। তারপরে তাতে চন্দন, লেবুর রস, গোলাপ জল মেশান। . .
রোজ রাতে এই মিশ্রণ লাগালে ব্রণের সমস্যা দূর হয়।
নিয়মিত তুলসী পাতার মিশ্রণ লাগালে দাগছোপ দূর হয়। চামড়া টানটান থাকে। ।
রোজ তুলসী পাতার বাটা মুখে লাগালে মুখ চকচক করবে।