16 June, 2024
BY- Aajtak Bangla
দ্রুত রূপচর্চা সেরে ত্বকে গ্লো আনতে ভরসা করতে পারেন ভিটামিন ই ক্যাপসুলের ওপর।
চিকিৎসকের পরামর্শ ছাড়াই ভিটামিন ‘ই’ ক্যাপসুল খাওয়া উচিত নয়। তাই এটি না খেয়ে বাহ্যিকভাবে রূপচর্চায় ব্যবহার করতে পারেন।
ফার্মেসিতে দুই ধরনের ভিটামিন ই ক্যাপসুল রয়েছে। একটি সবুজ আর অন্যটি হলুদ। সবুজ ক্যাপসুলগুলো সাধারণত লো পাওয়ারের হয়ে থাকে। আর যে ভিটামিন ই ক্যাপসুলগুলো হলুদ বর্ণের হয়ে থাকে, সেগুলো বেশ হাই পাওয়ারের।
রূপচর্চায় আপনি যেকোনো এক ধরনের ভিটামিন ই ক্যাপসুল বাছাই করতে পারেন। আসুন জেনে নেওয়া যাক রূপচর্চায় ‘ই’ ক্যাপসুলের কিছু ব্যবহার সম্পর্কে-
আপনার ত্বক যদি তৈলাক্ত না হয়, তবে ই ক্যাপসুলে থাকা তেল মুখে লাগিয়ে ম্যাসাজ করতে পারেন। আর যদি ত্বক তৈলাক্ত হয়, তবে তেলের সঙ্গে মিশিয়ে নিন গোলাপ জল।
ত্বকের পাশাপাশি চুলের ও মাথার স্কাল্পের যত্নে তেল ম্যাসাজ করতে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন। এরজন্য ভিটামিন ই ক্যাপসুল ভেঙে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন।
মুখের ক্রিম বা বডি লোশনের সঙ্গে মিশিয়ে নিতে পারেন ই ক্যাপসুল। এটি আপনার ত্বকের সুরক্ষা নিশ্চিত করবে।
দীর্ঘদিনের পুরনো দাগ যেমন হাতের কনুই বা হাঁটুর গাঢ় কালো দাগ দূর করতে সপ্তাহে ৩ দিন ই ক্যাপসুল ও অলিভ তেল মিশিয়ে সেই স্থানে ব্যবহার করতে পারেন।
চোখের নিচের কালো দাগ দূর করার দ্রুত সমাধান চাইলে বাদাম তেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করুন।
গোলাপি আর মসৃণ ঠোঁট পেতে লিপবাম বা ভ্যাসলিনের সঙ্গে একটি ই ক্যাপসুল ভেঙে মিশিয়ে নিতে পারেন।
যদি অনেক পুরোনো কাটা দাগ, ব্রণের দাগ বা পক্সের দাগ থাকে, তবে সেই স্থানে নিয়মিত ভিটামিন ই ক্যাপসুলের তেল ম্যাসাজ করুন।