22 April, 2024

BY- Aajtak Bangla

টাইলস-আয়নায় ছোপ? ফেলে দেওয়া চা পাতা করবে কামাল  

ব্যবহারের পর চা পাতা ফেলে দিচ্ছেন? ফেলে না দিয়ে বরং গেরস্থালীর একাধিক কাজে ব্যবহার করুন। তাহলে আপনার টাকা বাঁচবে। 

ফেলে দেওয়া চা পাতা থেকে স্প্রে তৈরি সম্ভব। ব্যবহৃত চা পাতা প্রথমে জলে ফুটিয়ে নিন। এবার সেই মিশ্রণ স্প্রে বোতলে ঢেলে দিন। 

এই মিশ্রণটি টাইলস বা মেঝেতে ছড়িয়ে দিন। তারপর তা মুছে নিন। দেখবেন টাইলস একবারে ঝকঝক করবে। চা পাতার স্প্রে মেঝেকে জীবাণুমুক্তও করে। 

 আয়ানা বা জানলার কাঁচ পরিষ্কার করতেও চা পাতার স্প্রে ব্যবহার করুন। আয়নার ছোপ নিমেষে দূর হবে। 

আবার চা পাতা গাছের সার হিসাবে খুব ভালো কাজ করে।  চা পাতায় থাকা ট্যানিন মাটিতে অম্লের মাত্রা বাড়িয়ে দেয়। 

এই চা পাতার স্প্রে বাটি করে ফ্রিজে রেখে দিন। সমস্ত দুর্গন্ধ দূর হবে। 

শুকনো চা পাতা ক্যাবিনেটে রেখে দিলে স্যাঁতসেঁতে হওয়ার সম্ভাবনা অনেক কমবে। 

চা পাতা জলে গুলে চুলে ব্যবহার করলে কন্ডিশনারের কাজ করবে। এবং চুলের গোড়াও শক্ত হবে।