BY- Aajtak Bangla

সাবান চলবে গোটা মাস জুড়ে, এভাবে রাখলে কখনও গলবে না

28th September, 2024

এখনও অনেক বাড়িতে সাবান মাখার চল রয়েছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হল সাবান খুব তাড়াতাড়ি গলে যায়। 

সব ধরনের সাবনই জল পেলে গলে যায়। সময়ের আগে সাবান গলে গেলে টাকাও অতিরিক্ত খরচ হয়।

তাই জেনে নিন সাবান গলে যাওয়া আটকানোর ৩টি মোক্ষম উপায়।

সাবানের গলে যাওয়া রোধ করতে আপনার প্রয়োজন হবে এক টুকরো স্পঞ্জ। সাবানের মাপের চেয়ে একটু বড় করে এক টুকরো স্পঞ্জ কেটে নিন।

সোপকেসের ওপর এই স্পঞ্জটি রেখে তার ওপর সাবান রাখুন। ব্যবহারের পর সাবান এই স্পঞ্জের ওপরেই রাখুন সবসময়। 

স্পঞ্জ ভেজা সাবানের আর্দ্রতা শুষে নিয়ে সাবানের গলে যাওয়া রোধ করবে। স্পঞ্জে জমা হওয়া গলিত সাবান আপনি হাত ধোয়ার কাজে ব্যবহার করতে পারবেন।

বাড়িতে সুতির পুরোনো মোজা রয়েছে? সাবানের গলে যাওয়া রোধ করতে ব্যবহার করুন ওটা। মোজাটা প্রথমে ভালো ভাবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিন।

এবার সাবানটা ঢুকিয়ে ফেলুন এর ভেতরে। সাবান মোজার ভেতরে রেখেই ব্যবহার করুন। ব্যবহার হয়ে গেলে মোজাসহ সাবান ঝুলিয়ে রাখুন। এতে সাবান কম ক্ষয় হবে, আবার সহজে গলবেও না।

ব্যবহারের সাবান সাধারণত সোপকেসেই রাখা হয়। ভাবছেন, তাহলে সাবানের জন্য আর আলাদা স্ট্যান্ডের দরকার কী?

দরকারটা হলো এই, এতে সাবান দ্রুত গলে যাবে না! সাবানের নিচে একটা উঁচু প্লাস্টিক অথবা ধাতব কিছু আটকে নিয়ে তারপর সোপকেসে রাখুন।

এতে পুরো সাবান বাতাসের সংস্পর্শে এসে শুকিয়ে যাবে এবং সাবান সহজে গলবে না।