13 July, 2024
BY- Aajtak Bangla
ধরুন আপনি অচেনা পাড়ায় ঘুরতে গেছেন বা খাবার নিয়ে বাড়ি ফিরছেন, সেই সময় কোনও অপরিচিত কুকুর তেড়ে এল, কী করবেন?
কুকুরের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার কিছু কার্যকরী উপায় আছে। যেগুলি সেই সময় কুকুরের আক্রমণ থেকে রক্ষা করবে।
প্রথমত, আতঙ্কিত হবেন না, বেশিরভাগ অপরিচিত কুকুর আপনাকে অপরাধী ভেবে আক্রমণ করতে পারে। কুকুর ভয় পায় এই ভেবে যে আপনি মারধর বা হামলা করতে পারেন কিনা এই ভেবে।
কুকুর প্রথমেই কামড়ানোর কথা চিন্তা করে না, তারা অপরিচিত বা ভয়ের কিছু দেখে তবে চিৎকার শুরু করে।
যদি এই দেখে উত্তজিত হন, দৌড়োন বা চিৎকার করেন তাহলে কুকুরও আপনার পিছনে দৌড়বে এমনকি কামড়াতেও পারে।
নিজেকে দৃঢ় রাখুন, কুকুর কাছে এলে গাছের মতো দাঁড়িয়ে থাকুন আর তার চোখে চোখ রাখবেন না, কোনও ক্ষিপ্ত কুকুরের চোখে চোখ রাখলে তারা আপনাকে প্রতিপক্ষ ভাববে ফলে তারা আরও আক্রমণ করতে পারে। বরং আড় চোখে নজর রাখুন।
কুকুর কামড়াতে আসলে তার সামনে সঙ্গে থাকা ব্যাগ বা খাবার মুখের সামনে ফেলে দিন, এতে সে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আপনাকে সেই সময় পালাতে সাহায্য করবে। সঙ্গে যদি কোনও খেলনা থাকে সেটাও তাদের ছুড়ে দিতে পারেন।
এছাড়া, কুকুর কামড়াতে এলে আশেপাশে কোনও গাছ বা উঁচু জায়গা পেলে সেখানে উঠে পড়ুন, যাতে আপনাকে না কামড়ায়।
এছাড়া, কখনওই কুকুরকে আঘাত করতে যাবেন না, দৌড়বেন না, বরং এই টেকনিগুলি মেনে চলুন।