BY- Aajtak Bangla
16 December, 2024
প্রয়াত প্রখ্যাত তবলাবাদক জাকির হুসেন। বয়স বয়েছিল ৭৩ বছর। বেশ কিছুদিন ধরে আমেরিকার সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি ছিলেন। ১৬ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৫১ সালের ৯ মার্চ মুম্বইয়ে জন্ম। বাবা ওস্তাদ আল্লা রাখাও একজন বিখ্যাত তবলাবাদক ছিলেন। জাকির ছিলেন বড় ছেলে।
জাকির হুসেনের দুই ভাই তৌফিক কুরেশি এবং ফজল কুরেশিও তবলাবাদক ছিলেন। তবে তাঁর এক ভাই অল্প বয়সেই চলে যান।
জাকির হুসেন মুম্বইয়ের সেন্ট মাইকেল হাই স্কুল থেকে পড়াশোনা করেন। পরে তিনি মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক হন।
ছোট থেকে তবলা বাজাতে ভালবাসতেন। মাত্র ৩ বছর বয়সে বাবার কাছে মৃদং বাজানো শিখতে শুরু করেন।
কয়েক বছরের মধ্যেই লাইভ অনুষ্ঠান শুরু করেন। মাত্র ১২ বছর বয়সে মার্কিন মুলুকে প্রথমবার পারফর্ম করেন।
এতটুকু ছেলেকে এত সুন্দর তবলা বাজাতে দেখে সকলে অবাক হয়ে যান।
এই তবলা বাজিয়ে জাকির মাত্র ৫ টাকা পেয়েছিলেন। পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'এই ৫ টাকাটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান, কারণ এটাই আমার প্রথম উপার্জন ছিল।'
আপনারা কি জানেন.. জাকির হুসেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবাামাও তাঁর প্রতিভায় মুগ্ধ হয়েছিলেন। অলস্টার গ্লোবাল কনসার্টে হোয়াইট হাউজে গিয়েছিলেন তিনি।
১৯৮৮ সালে পদ্মশ্রী, ২০০২ সালে পদ্মভূষণ এবং ২০২৩ সালে পদ্মবিভূষণে সম্মানিত হন। ৫টি গ্যামি অ্যাওয়ার্ডও জিতেছিলেন।