5 SEPTEMBER, 2024
BY- Aajtak Bangla
দামি ব্র্যান্ডের ডিশওয়াশ দিলেন। অনেক সময় নিয়ে ধুলেন। তবুও যেন বাসনে আঁশটে গন্ধ।
অনেক বাড়িতেই এই সমস্যা হয়। এর থেকে মুক্তির উপায় কী?
সেই বিষয়েই রইল দুইটি টিপস। আসুন, এক নজরে জেনে নেওয়া যাক।
লেবু খাওয়ার পর অবশিষ্টটি বাসনে ঘষে নিতে পারেন। এর ফলে বাসনে আঁশটে গন্ধ কমে যাবে।
লিকার চা করার পর যে পাতা বেঁচে যায়, সেটিও কাজে লাগাতে পারেন।
মাছ রান্নার বাসনে চা পাতা ছড়িয়ে দিন। পরে সাধারণ পদ্ধতিতেই ধুয়ে নিন। এর ফলে বাসনে আঁশটে গন্ধ কম হবে।
বাসন মাজার সময়ে সাবান মাখিয়ে ২-৩ মিনিট রাখুন। তবেই আসল কাজ হবে।
বাসন ধোয়ার জন্য ডিটারজেন্টের ব্যবহার করতে পারেন।
তবে অবশ্যই খুব ভাল করে ডিটারজেন্টের ফেনা ধুয়ে ফেলতে হবে। একটুও যেন অবশিষ্ট না থাকে। তাতে শরীরের ক্ষতি হতে পারে।