BY- Aajtak Bangla
4 FEB, 2025
ভ্যালেন্টাইন ডে প্রেমিক-প্রেমিকা যুগলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তবে সমস্যা হল, প্রিয় সঙ্গীকে কী গিফট দেবেন?
ভ্যালেন্টাইন্স ডে স্পেশ্যাল করতে চকোলেট আর লাল গোলাপ হাতে পৌঁছে যান ডেটিং-এ।
সম্ভব হলে নিজের হাতে চকোলেট বানান। সুসজ্জিত বাক্সে চকোলেট ভরে নিন। তার সঙ্গে গোলাপ উপহার দিন তাঁকে। সঙ্গে একটি লাভ লেটার দিতে ভুলবেন না। এই উপহার ব্যক্ত করবে আপনার ভালোবাসা।
মনের মানুষকে উপহার দিন গোলাপের বোকে। সুসজ্জিত এই বুকে একেবারে অন্য রকম করে তুলবে এই স্পেশ্যাল দিনটি।
পছন্দ না জেনে উল্টো-পাল্টা উপহার দেওয়ার মানেই নেই। সেক্ষেত্রে তাকে দিতে পারেন গিফট ভাউচার।
সুসজ্জিত বাক্সে একটি মিনি টেডি আর গোলাপ ভরে তাকে উপহার দিন। সব মেয়েরাই কম-বেশি টেডি পছন্দ করে।
প্রেমিকা যদি সাজতে পছন্দ করে, তাকে উপহার দিন কসমেটিক্স কিট।লিপস্টিক, কাজল, কমপ্যাক্ট, নেইল পলিশের মতো কিনে দিন।
প্রেমিককে দিতে পারেন শেভিং কিট বা ট্রিমার। এই উপহার সব ছেলেদেরই পছন্দ হবে।
ডায়মন্ড রিং পরিয়ে প্রেম নিবেদন করুন। ভালোবাসার দিনটা অন্য রকম করে তুলবে এই উপহার।
প্রেম দিবসে পারফিউম উপহার দিন পারেন। তার পছন্দের ব্ল্যান্ডের পারফিউম কিনে ফেলুন।