BY- Aajtak Bangla

ভ্যালেন্টাইনস ডে-তে প্রপোজ করার ১০ টিপসে,  তির নিশানায় লাগবে

28 January 2024

১. সুন্দর ভঙ্গিতে মেয়েটির সঙ্গে কথা বলার চেষ্টা করুন। যে কোনও বিষয়ে দুই থেকে তিন মিনিট কথা বলুন। তারপর কথা বলার সময় বাড়াতে থাকুন।

২. অযথা হাসাহাসি করবেন না। আবার গম্ভীর হয়েও থাকবেন না। মুখে হালকা হাসি রাখুন। যা আপনাকে বুদ্ধিদীপ্ত প্রমাণ করবে।

৩. চুল এলোমেলো রাখবেন না। এতেই দেখবেন পছন্দের মেয়েটি আপনার প্রতি আকৃষ্ট হবে।

৪. পোশাক পরিচ্ছদে রুচিশীলতা বজায় রাখুন। নিজেকে শান্ত রাখুন। জোরে কথা বলবেন না। আবার কথা বলার সময় মিইয়ে যাওয়া স্বর যেন না হয়।

৫. পছন্দের মেয়ে পটাতে হলে আপনাকে সুন্দর করে কথা বলার অভ্যাস করতে হবে। কথা বলার ধরণে যেন কনফিডেন্স থাকে।

৬.পছন্দের মেয়েটিকে পটানোর ক্ষেত্রেও আপনাকে ধৈর্যশীল হতে হবে। তাড়াহুড়ো করে প্রপোজ করবেন না। সময় বুঝে মনের কথা বলুন।

৭. পছন্দের মানুষের প্রতি একটু যত্নশীল হতে হবে। কারণ মেয়েরা চায় পছন্দের মানুষটি তার প্রতি কেয়ারিং থাকুক। এতে ভালোবাসা মজবুত হয়।

৮. মেয়েদের সম্মান করুন। অর্থাৎ পছন্দের মানুষটির মতামতের গুরুত্ব দিন, আপনার  প্রতি মেয়েটি দ্রুত আকৃষ্ট হয়ে থাকে।

৯. ময়লা পোশাক পরিহার করুন। পোশাক সস্তা হোক অসুবিধা নেই, কিন্তু পোশাক পরিচ্ছদে রুচিশীলতা বজায় রাখুন। 

১০. পছন্দের মানুষটিকে নিয়ে প্রথমেই বেশি বাড়াবাড়ি করবেন না। তার যেন মনে না হয় আপনি তাকে বাধা দিচ্ছেন।