16 November, 2024
BY- Aajtak Bangla
v
গাছ ঘরের সৌন্দর্য বাড়ায়। সেই সঙ্গে বাড়িতে আনে ইতিবাচক শক্তি ও অর্থ।
হিন্দু ধর্মে, প্রত্যেক দেব-দেবীর সঙ্গে কোনও না কোনও ফুল বা গাছ যুক্ত। সেই সব গাছ লাগালে মেলে শুভ ফল।
তেমনই কুবেরদেবের রয়েছে ৩টি প্রিয় গাছ। এই ৩ গাছ লাগালে ঘর ভরে উঠবে সম্পদে।
কুবেরের প্রিয় গাছ হলুদ। বাড়ির উত্তর দিকে রাখুন এই গাছ। টাকা-পয়সার বাধা দূর হবে।
বৃহস্পতিকে শক্তিশালী করে হলুদ। বাড়িতে হলুদ গাছ থাকলে বৃহস্পতি থাকবে তুঙ্গে। আয়ের পথ খুলবে।
কুবেরের জবা ফুলের গাছ। উত্তর দিকে রাখলে কোনও বাধা আসে না। অর্থ আসার পথও সুগম হয়।
মঙ্গলের দোষ ও লক্ষ্মীলাভে লাল জবা লাগান। আর সূর্যকে তুষ্ট করে নেতৃত্বগুণ বাড়াতে হলুদ জবা লাগান।
ক্র্যাসুলা কুবের দেবের প্রিয় গাছ। ঘরে রাখলে ধনসম্পদে ভরে ওঠে। কোন দিকে রাখবেন?
ক্র্যাসুলা গাছ বাড়ির দক্ষিণ-পশ্চিম বা উত্তর দিকে রাখুন। চাকরিতে উন্নতির সম্ভাবনা। অফিসের ডেস্কে রাখুন।
ক্র্যাসুলার সঙ্গে শুক্র যুক্ত। ঘরে বৈভব আসে। কোনওভাবেই অন্ধকারে ক্র্যাসুলা রাখবেন না।