08 March, 2025
BY- Aajtak Bangla
বাস্তু শাস্ত্রে এমন বহু জিনিস আছে, যা ঘরের জন্য সমৃদ্ধি নিয়ে আসে। কিছু জিিনিস বাড়িতে থাকা ভালো না। জেনে নিন
চিড় ধরা বা দাগ হয়ে যাওয়া নন–স্টিক প্যান
রান্নার সময় ও পরিষ্কার করার সময় যেন নন-স্টিক পাত্রের উপরিতলে কোনো ধরনের আঁচড় না পড়ে সেদিকে খেয়াল রাখুন। কোনো ধরনের আঁচড় পড়লে পাত্রটি অবশ্যই বদলে ফেলতে হবে। নন-স্টিক প্যানের বদলে স্টেইনলেস স্টিল, দস্তা বা লোহার পাত্র ব্যবহার করতে পারেন।
অনেকের বাড়িতে ‘ক্যান্ডেল লাইট ডিনার’ বা কেবল সাধারণ অন্দরসজ্জার জন্য থাকে সুগন্ধি মোমবাতি। কেমিক্যাল ব্যবহার করে তৈরি সুগন্ধি মোমবাতিতে সাধারণত থ্যালেট থাকে।
এ ধরনের মোমবাতি ঘরে থাকলে আজই ফেলে দিন। মোমবাতি কেনার সময় সেখানে থ্যালেট আছে কি না, খেয়াল রাখুন।
প্রাকৃতিক সুগন্ধিযুক্ত মোমবাতি ব্যবহার করতে পারেন। সয়া বা মৌমাছির বাসা থেকে তৈরি মোমবাতি ব্যবহার করুন।
সাধারণ ফ্রিজের ডোর গ্যাসকেট-এও অনেক সময় থ্যালেট থাকে। তাই ফ্রিজ কেনার ক্ষেত্রেও বিষয়টি লক্ষ রাখুন।