30 November, 2023

BY- Aajtak Bangla

রোজগার বাড়বে তরতরিয়ে, এদিকে  মাথা রেখে ঘুমিয়ে দেখুন

আর্থিক উন্নতি বা সাফল্যের জন্য অনেকেই বাড়িতে বা অফিসের বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে চলেন।

তবে কিছু ক্ষেত্রে যদি বাস্তুর নিয়ম মেনে না চলেন তবে নানা শারীরিক সমস্যায় ভুগতে পারেন।

বাস্তুমতে ঘুমের সময় মাথা কোনদিকে দেবেন তারওপর নির্ভর করছে আপনার সুস্বাস্থ্য।

দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমলে মানসিক সমস্যা দূরে থাকবে। বাড়ির আর্থিক অবস্থার উন্নতি ঘটবে।

দক্ষিণের বদলে পূর্ব দিকে মাথা রেখে শুলে সূর্য দেবতার আশীর্বাদ থাকবে সঙ্গে অর্থ সংকটও দূরে থাকবে।

যারা বাড়িতে একা রোজগার করেন যিনি তাঁর পূর্ব দিকে মাথা রেখে শুলে বাড়ির মঙ্গল হয়।

পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি একাগ্রতা বাড়ে।

দক্ষিণে না হলে অবশ্যই পূর্ব দিকে মাথা রেখে ঘুমোন।

বাড়ির মন্দিরের দিকে পা দিয়ে শুলে দেবতারা রুষ্ট হন। এটা খুবই অশুভ।