BY- Aajtak Bangla

রান্নাঘরে মানি প্ল্যান্ট রাখছেন? বাস্তুতে রয়েছে বড় ইঙ্গিত

4 June, 2025

হিন্দু ধর্মে অনেক গাছ-গাছালির পুজো করে থাকি। যার মধ্যে অন্যতম হল মানি প্ল্যান্ট।

বাড়িতে মানি প্ল্যান্ট রাখা খুবই শুভ বলে মনে করা হয়।

বিশ্বাস করা হয়, যে বাড়িতে মানি প্ল্যান্ট থাকে সেখানে সুখ-সমৃদ্ধির বাস থাকে।

এছাড়াও মানি প্ল্যান্ট অর্থকে আকর্ষণ করে থাকে।

অনেকেই মানি প্ল্যান্ট রান্নাঘরে রাখেন। বাস্তুতে এই গাছ রান্নাঘরে রাখা কতটা শুভ না অশুভ আসুন জেনে নিন।

রান্নাঘরে মানি প্ল্যান্ট রাখতে পারেন। বিশ্বাস করা হয় যে মানি প্ল্যান্ট অর্থকে আকর্ষণ করে এবং ঘরে সমৃদ্ধি নিয়ে আসে।

বাস্তুমতে মানি প্ল্যান্টকে রান্নাঘরের দক্ষিণ-পূর্ব কোণে রাখুন। এতে ফল আরও ভাল পাবেন।

রান্নাঘরে মানি প্ল্যান্ট রাখলে ঘরে ইতিবাচক পরিবেশ তৈরি হয়।

রান্নাঘরের সঠিক দিশায় মানি প্ল্যান্ট রাখলে ঋণ থেকে মুক্তি পাওয়া যাবে।