15th March, 2025

BY- Aajtak Bangla

ভুলেও এদিকে রাখবেন না অ্যালোভেরা গাছ, একরাতেই সব শেষ

আর্থিক কষ্টে ভোগেন না এমন মানুষের সংখ্যা নেহাতই কম। সবার জীবনেই কম বেশি টাকার সমস্যা রয়েছে।

বাড়িতে শান্তি নেই বললেই চলে। আর এইসবের জন্য দায়ি ভুল বাস্তু। 

আর্থিক সমস্যা সমাধানে মানিপ্ল্যান্ট গাছের মতো অ্যালোভেরা গাছও খুব কার্যকর।

বাস্তুমতে, বাড়িতে সঠিক দিকে অ্যালোভেরা গাছ রাখলে টাকা আসে। জীবন ভরে ওঠে সাফল্যে।

তবে, সঠিক দিকে রাখতে হবে অ্যালোভেরা গাছ। তবেই মিলবে ফল। আর নয়তো হিতে বিপরীত হবে।

বাস্তুমতে, কর্মক্ষেত্রে উন্নতি ও আর্থিক অনটন কাটাতে বাড়ির পশ্চিম দিকে অ্যালোভেরার গাছ লাগানো শুভ।

বাস্তুমতে, বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে অ্যালোভেরার গাছ লাগালেও টাকা আসে। সংসারে সুখ সমৃদ্ধি বাড়াতে অ্যালোভেরা গাছ বাড়ির পূর্ব দিকে রাখুন।

তবে,মাথায় রাখবেন বাড়ির পূর্ব দিকে অ্যালোভেরা বসালে, উত্তর পূর্বদিকে কোনও বড় গাছ রাখা যাবে না। এতে আর্থিক সমস্যা আরও বাড়বে।