18 FEB, 2025

BY- Aajtak Bangla

রোজ সন্ধেয় বাড়িতে পোড়ান একটা তেজপাতা, তারপর এসব হবেই

আমরা রান্নায় তেজপাতার ব্যবহার করি। এটা রান্নার স্বাদ ও গন্ধ বাড়াতে কাজে লাগে।

রোজ রাতে রান্নাঘরে তেজপাতা পোড়ালে বেশ কয়েকটি উপকার পাওয়া যায়।

তাহলে চলুন জেনে নেওয়া যাক কী কী উপকার পাবেন।

রান্নাঘরে রাতে তেজপাতা পোড়ালে মানসিক চাপ কমে যায়।

তেজপাতা পোড়ার গন্ধ ক্লান্তিকে দূর করে, যাতে করে মনও শান্ত থাকে।

তেজপাতার ধোঁয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজে লাগে।

প্রতিদিন রাতে তেজপাতা রান্নাঘরে পোড়ালে নেগেটিভ শক্তি দূরে থাকে।

এছাড়াও দুঃস্বপ্ন দূর করতে খুব উপকারী এই তেজপাতার ধোঁয়া।

লবঙ্গ আর তেজপাতা একসঙ্গে পোড়ালে কু-নজর থেকে মুক্তি মেলে।

স্ট্রেস থেকে মুক্তি পাবেন রাতে তেজপাতার তৈরি বিড়ি খেলে।

এছাড়াও রাতে রান্না ঘরে তেজপাতা পোড়ালে আর্থিক লাভ হবে।