16 AUG, 2024
BY- Aajtak Bangla
তেজপাতা ও লবঙ্গ আমরা রান্নাতে ব্যবহার করি। তবে এই কিছু অন্য উপকারিতাও আছে।
চলুন জেনে নেওয়া যাক বাড়িতে তেজপাতা ও লবঙ্গ পোড়ালে ঠিক কী হবে?
অমাবস্যার রাতে একটি প্রদীপ নিয়ে তাতে ১টি তেজপাতা, ৭ টুকরো কর্পূর ও ১১টি লবঙ্গ নিতে হবে। এবার প্রদীপে আগুন ধরাতে হবে। এবার এর অগ্নিশিখা আপনার বাড়ির প্রতিটি কোণে নিয়ে যেতে হবে।
এই আচারের পরে, এটি বিশ্বাস করা হয় যে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি আকর্ষণ করবে।
কু নজর লাগলে বা বাড়িতে নেতিবাচকতা থাকলে সেটা দূর করতে তেজপাতা ও লবঙ্গ ব্যবহার করতে পারেন।
তেজপাতা ও লবঙ্গ পোড়ালে বাড়ির সমস্ত সমস্যা দূর হবে। জীবনে ইতিবাচকতা ফিরে আসবে।
তেজপাতা ও লবঙ্গ পোড়ালে দুঃস্বপ্ন দেখা দূর হবে। এছাড়াও ভাল ঘুম হবে।
তেজপাতা ও লবঙ্গ পোড়ালে বাড়িতে সুখ ও সমৃদ্ধি বাড়বে। বাড়ির লোকজনের মনে ফূর্তি আসবে। সবাই সুখে দিন কাটাবে। আশপাশের পরিবেশও উন্নত হবে।
তেজপাতা ও লবঙ্গ পোড়ালে আর্থিক সমস্যা দূর হবে দ্রুত। পুরনো ধার দেনাও মিটে যাবে।