21 February 2024
BY- Aajtak Bangla
ফটকিরি আমাদের জীবনে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ জিনিস। চুল, দাড়ি কাটার কাজে আমরা ব্যবহার করে থাকি এই ফটকিরি।
কিন্তু জ্যোতিষশাস্ত্রেও এর গুরুত্ব রয়েছে, রয়েছে কিছু উপকারের কথা। তাই আর সময় নষ্ট না করে জেনে নিন কোন কোন উপকারে কাজে লাগে ফটকিরি।
যে কোনও ধরনের আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসতে ফটকিরি দারুন সহযোগী।
ঋণমুক্ত হতে চাইলে একটা পানে ফটকিরি ও সিঁদুর বেঁধে অশ্বত্থ গাছের নীচে রেখে দিন।
তবে অবশ্যই এটি সন্ধেবেলায় করবেন আর বুধবার করবেন, অন্য কোনও দিন নয়।
আর খেয়াল রাখবেন কেউ যেন আপনাকে দেখতে না পায়, তিনটি বুধবার মেনে চলুন এই উপায়।
সফলতা পেতে হলে বা নেতিবাচক মানসিকতা থেকে বেরিয়ে আসতে স্নানের জলে ফটকিরি মিশিয়ে স্নান করুন।
ঘর থেকে নেতিবাচকটা দূর করতে জলের সঙ্গে ফিটকিরি মিশিয়ে ঘর মুছতে পারেন।
ঘর থেকে নেতিবাচকটা দূর করতে জলের সঙ্গে ফিটকিরি মিশিয়ে ঘর মুছতে পারেন।