BY- Aajtak Bangla
21 MAY 2025
অনেকে ঘর সাজানোর জন্য বাড়িতে নানা জিনিস রাখেন। তেমনই কেউ কেউ শখে বাড়িতে অ্যাকোরিয়াম রাখেন। আর তাতে থাকা নানা মাছ।
বাস্তুশাস্ত্রে বাড়িতে কোন জায়গায় কোন জিনিস রাখলে ভালো হবে বা খারাপ হবে, তার ব্যখ্যা রয়েছে।
জানেন বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে অ্যাকোরিয়াম রাখা শুভ না অশুভ?
বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে অ্যাকোরিয়াম রাখাকে শুভ বলে মনে করা হয়। মাছকে শুভ এবং ইতিবাচক শক্তির প্রতীক হিসেবে দেখা হয় এবং বাড়িতে অ্যাকোরিয়াম থাকলে ইতিবাচক পরিবেশ তৈরি হয়।
এ বার প্রশ্ন হল বাড়িতে অ্যাকোরিয়াম কোথায় রাখবেন? বাস্তুশাস্ত্র অনুযায়ী, দক্ষিণ-পূর্ব দিকটি মাছের অ্যাকোরিয়াম রাখার জন্য আদর্শ।
বাস্তুশাস্ত্র মতে এমনটা বিশ্বাস করা হয় যে, বাড়িতে অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছ রাখলে সুখ ও সমৃদ্ধির দিক থেকে খুব শুভ ফল মেলে।
কোথায় অ্যাকোয়ারিয়াম রাখা যাবে না। রান্নাঘরে বা শোওয়ার ঘরে অ্যাকোয়ারিয়াম রাখা চলবে না। তা করলে সাংসারিক উন্নতিতে বাধা আসবে।
অ্যাকোয়ারিয়ামে ক'টা মাছ রাখবেন? ফেং শুই মতে ৯টি মাছ অ্যাকোয়ারিয়ামে রাখতে হবে। যেহেতু জ্যোতিষশাস্ত্রে গ্রহের সংখ্যা ৯টি, তাই অ্যাকোরিয়ামে ৯টি মাছ রাখার পরামর্শ দেওয়া হয়।