14 January, 2024
BY- Aajtak Bangla
কিছুদিনের মধ্যে ফের শুরু হয়ে যাবে বিয়ের মরশুম। আর বিয়ে মানেই দুজন মানুষের নতুন জীবনে প্রবেশ।
আর বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ফুলশয্যা বা প্রথম রাত। যে রাতে স্বামী-স্ত্রী একে-অপরকে সুন্দরভাবে জানার চেষ্টা করেন।
আর সেই ফুলশয্যার খাট ও ঘর সুন্দরভাবে সাজালে স্বামী-স্ত্রীর জীবনে তার শুভ প্রভাব পড়বে।
বাস্তু অনুসারে ফুলশয্যার ঘরটি কেমন ভাবে সাজানো উচিত তা জেনে নেওয়া যাক।
বাস্তু অনুসারে নবদম্পতির ঘর হতে হবে দক্ষিণ-পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে। এই দিকে বেডরুম থাকলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের বন্ধন দৃঢ় হবে বলে মনে করা হয়।
নবদম্পতির ঘরের রং যেন গোলাপি, হলুদ, নীল বা কমলা হয়। উজ্জ্বল রং অবশ্যই নবদম্পতির ঘরের জন্য বেছে নিন।
নবদম্পতির ঘর সাজানোর সময় ফুল আর সুন্দর আলোর ব্যবহার করা জরুরি। এর ফলে প্রেমে জোয়ার আসে।
সুন্দর ফুলের গন্ধে রোম্যান্স বাড়ে। তবে নকল ফুল নয়, আসল ফুলেই ঘর সাজান। তার জন্য অর্কিড বা গোলাপি-হলুদ রঙের গোলাপ বেছে নিতে পারেন।
নবদম্পতির ঘরে হালকা সবুজ বা নীল রঙের ল্যাম্প ব্যবহার করা বাস্তুমতে বেশ ভালো।
বিছানার চাদরও যেন হয় হালকা রঙের। কোনও গাঢ় রং এক্ষেত্রে ব্যবহার একদম করবেন না।
পরের দিন বাসি ফুল ঘর থেকে সরিয়ে দিতে ভুলবেন না। প্রথম রাতের পরের দিনের সকাল হোক মধুময়।