BY- Aajtak Bangla
19 FEB 2025
আমাদের সকলের বাড়িতেই জল রাখার ব্যবস্থা রয়েছে। যেখান থেকে আমরা জল খাই।
বাস্তু মতে, ঘরের সব দিকে জল রাখা ঠিক নয়। নির্দিষ্ট কিছু দিকে জল রাখলে শুভ। আবার কোনও কোনও দিকে জল রাখলে বাস্তুদোষ হয়।
বাস্তু মতে, ঘরের পূর্ব দিকে জলের ব্যবস্থা রাখলে তা শুভ। এতে অর্থবৃদ্ধি হয়।
ঘরের পশ্চিম দিকে জলের ব্যবস্থা রাখলে সম্পদ বাড়ে।
ঘরের উত্তর দিকে জলের ব্যবস্থা রাখা সবচেয়ে শুভ।
ঘরের উত্তর দিকে জলের ব্যবস্থা থাকলে সংসারে সুখ-সমৃদ্ধি আসে। ।
তবে বাড়ির দক্ষিণ দিকে ভুলেও জলের ব্যবস্থা রাখবেন না। এতে অমঙ্গল হয়।
ঘরের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম কোণে জলের ব্যবস্থা রাখলে বাস্তুদোষ হয়। রোগজ্বালা বাড়ে।