BY- Aajtak Bangla

সর্ষের তেল-ধনে-গুড় দিয়ে আটা মাখুন, কী হয় জানেন?

27 April, 2025

কেউ কেউ উন্নতি-সফলতা পাওয়ার জন্য কত কিছুই না করে থাকেন।

কিন্তু সেভাবে ফল আসে না। কোষ্ঠীতে গ্রহদোষ থাকলে জাতককে নানা সমস্যার মুখে পড়তে হয়।

তবে জানেন কি আটা মাখা নিয়ে রয়েছে কিছু জ্যোতিষ টোটকা। আটায় কিছু বিশেষ জিনিস মিশিয়ে মাখলে কাটে গ্রহদোষ।

সোমবার আটা বা ময়দা মাখার সময় জলের সঙ্গে সামান্য দুধ মিশিয়ে নিন। বিশ্বাস করা হয়, এই প্রতিকার পরিবারের সদস্যদের উপর থেকে মানসিক চাপ লাঘব করে, ঘরে সুখ-সমৃদ্ধি আসে। চন্দ্র গ্রহও শক্তিশালী হয়।

মঙ্গলবার আটা বা ময়দার সঙ্গে মিশিয়ে নিন খানিকটা গুড়। এতে দাম্পত্য জীবনে শান্তি আসবে, সমস্যা দূর হবে।

বুধবার আটা-ময়দার সঙ্গে মিশিয়ে নিন খুব সামান্য ধনে। এতে সংসারে অশুভ প্রভাব কমে। বুধ শক্তিশালী হয়।

বৃহস্পতিবার আটা-ময়দার সঙ্গে হলুদ মিশিয়ে মাখুন, এতে বৃহস্পতি শক্তিশালী হয়।

শুক্র গ্রহকে মজবুত করতে আটা-ময়দার সঙ্গে সামান্য ঘি বা চিনি মিশিয়ে মাখতে পারেন।

শনিকে মজবুত করতে আটা বা ময়দার সঙ্গে সামান্য সর্ষের তেল দিয়ে মাখুন।