4 February 2024

BY- Aajtak Bangla

ময়ূরের পালক বাড়ির এই দিকে রাখুন, ভাগ্য আর জীবন দুটোই বদলে যাবে

হিন্দু ধর্মে ময়ূরের পালকের বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয় ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয়। তাই তাঁর মুকুটেও ময়ূরের পালক রয়েছে।

বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, ময়ূরের পালক ঘরে রাখলে অলৌকিক উপকার মেলে। বাস্তু মতে বাড়িতে ময়ূরের পালক রাখলে ধন-সম্পদ বৃদ্ধি হয়। দোষ থেকে মুক্তি পাওয়া যায়।

জেনে নিন ময়ূরের পালক কোথায় রাখলে উপকার পাবেন।

অর্থনৈতিক অবস্থা মজবুত রাখতে টাকা রাখার ভল্টের ভিতরে দক্ষিণ দিকে রাখুন ময়ূরের পালক। এতে কোনদিন টাকার অভাব হবে না।

রাহুর দোষ কমাতে বাড়ির পূর্ব বা উত্তর-পশ্চিম দিকে ময়ূরের পালক ঝুলিয়ে রাখা শুভ।

বাচ্চাদের পড়ার টেবিলের কাছে ময়ূরের পালক রাখলে বাচ্চাদের পড়াশোনাতে মন বসে ও তাদের দক্ষতা বৃদ্ধি পাবে। কারণ ময়ূরের পালক ভগবান কার্তিক এবং জ্ঞানের দেবী সরস্বতীর সঙ্গে সম্পর্কিত।

পারিবারিক বিবাদ থেকে মুক্তি পেতে বসার ঘরের পূর্ব দেওয়ালে সাতটি ময়ূরের পালক ঝোলাতে পারেন। এতে পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রিতী বাড়বে এবং ঘরে সুখ শান্তিও বজায় থাকবে।

দাম্পত্য জীবনে সুখ আনতেও শোওয়ার ঘরে ২টি ময়ূরের পালক রাখুন।

ভগবান কার্তিকের বাহন হল ময়ূর। এমন পরিস্থিতিতে ময়ূরের পালক খুবই শুভ বলে মনে করা হয়। ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে অবশ্যই ময়ূরের পালক রাখতে হবে।