21 March, 2025

BY- Aajtak Bangla

এই ৬ জিনিস আশেপাশে রাখবেন না, সকালে দেখলে পুরো দিন খারাপ যায়

সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে এমন কিছু জিনিস আছে যা দেখলে গোটা দিন খারাপ যাবে। এগুলি অশুভ।

সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কোন কোন জিনিস দেখবেন না, জেনে নিন। 

বন্ধ ঘড়ি- সকালে ঘুম থেকে উঠে বন্ধ ঘড়ির দিকে তাকাবেন না। সারাদিন কাজে বাধা আসে। ঘড়ি বিকল হলে সরান অথবা সারান।

আয়না-বাস্তু অনুযায়ী, সকালে উঠেই আয়না দেখা অশুভ। এতে নেতিবাচক শক্তি তৈরি হয়। সারাদিন কাজে বাধা আসে।

ঝাঁটা-সকালে ঘুম থেকে উঠে ঝাঁটা দেখলে আর্থিক সমস্যা তৈরি হয়। হাতে টাকা আসে না।

ডাস্টবিন- সকালে ঘুম থেকে উঠে ডাস্টবিন দেখলে সারাদিন কাজে আসে বাধা। মনোযোগ থাকে না। 

ছায়া- সকালে ঘুম থেকে উঠে নিজের বা অন্য কারোর ছায়া দেখবেন না। কাজ পণ্ড  হতে পারে। মনের উপর খারাপ প্রভাব ফেলে।

এঁটো বা খালি বাসন- বাস্তু অনুযায়ী, সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে এঁটো বাসন দেখবেন না। ঘরে দারিদ্র আসে। শনির দৃষ্টি পড়ে।

রাতে ঘুমানোর আগে সমস্ত এঁটো বাসনপত্র ধুয়ে ফেলুন। সকালে এঁটো বাসন দেখা অশুভ।

সকালটা ভালোভাবে শুরু হলে, পুরো দিনটা ভালো যায়। সকালে উঠে সূর্যের মুখ দেখুন। সবুজ গাছপালা দেখুন।