30 September, 2024
BY- Aajtak Bangla
ঘরের সৌন্দর্য বাড়ায় গাছাগাছালি। আনে ইতিবাচক শক্তিও। বাস্তুশাস্ত্র অনুসারে, অ্যালোভেরা গাছ শুভ।
ভুল জায়গায় অ্যালোভেরা গাছ রাখলে কোনও লাভ হয় না। ঘরে কোন দিকে কীভাবে রাখবেন অ্যালোভেরা? জানুন
নেগেটিভ এনার্জি দূর করতে চাইলে বাড়ির ব্যালকনিতে রাখুন অ্যালোভেরা।
বাস্তুশাস্ত্র মতে, অ্যালোভেরা গাছ বাড়ির উত্তর-পূর্ব কোণে রাখা শুভ। ঘরে সুখ ও সমৃদ্ধি আসে।
অভাব-অনটনে থাকল বাড়ির উত্তর-পূর্ব কোণে অ্যালোভেরা গাছ রাখুন।
বাস্তু অনুসারে, অ্যালোভেরা গাছ কখনও বাড়ির পূর্ব দিকে রাখবেন না। ঘরে আসে নেতিবাচক শক্তি।
অ্যালোভেরা গাছ কখনও শোয়ার ঘরে রাখবেন না। তা শুভ। ঘরে ঝামেলা-অশান্তি হয়।
অ্যালোভেরা গাছটি কখনও ভাঙা পাত্রে রাখবেন না। ঘরে আসে দারিদ্র ও দুঃখ-কষ্ট।
অ্যালোভেরা রাখলে ঘরের চারপাশ পরিশুদ্ধ থাকে। বাতাস হয় বিষমুক্ত। সব টক্সিন শুষে নেয়।
অ্যালোভেরা গাছ শুধু ঘরেই সমৃদ্ধি আনে না, এটি মানসিক শান্তিও দেয়।